আজ আলোচনায় বসবেন বাইডেন ও শি জিনপিং

দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার বিরাজ করছে। এর মধ্যেই আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে আলোচনা হতে যাচ্ছে।

গত সপ্তাহে গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে দুই দেশ যৌথ ঘোষণায় স্বাক্ষর করে বিস্মিত করেছে সবাইকে। তাই বলে সব সমস্যার সমাধান হয়ে যায়নি। পক্ষান্তরে তাইওয়ানকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা দুই দেশের মধ্যে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে এই দুই শক্তিধর দেশের দুই নেতার মধ্যে তৃতীয় দফা আলোচনা হতে যাচ্ছে।

এতে উঠে আসতে পারে কণ্টকিত কিছু ইস্যু। আলোচনার টেবিলে থাকবে সাইবার নিরাপত্তা, বাণিজ্য ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো ইস্যু

এ জাতীয় আরো সংবাদ

মেহবুবা মুফতির ইফতার পার্টিতে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী

আনসারুল হক

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারে একটি মাত্র শর্তের বাস্তবায়ন

নূর নিউজ

পাকিস্তানকে ৪২০ কোটি ডলার সহায়তা দিচ্ছে সৌদি

নূর নিউজ