২০ নভেম্বর সারাদেশে বিএনপির গণঅনশন

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়ার দাবিতে দলীয় কর্মসূচিও ঘোষণা করেছেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ২০ নভেম্বর সারাদেশে গণঅনশন পালন করবেন বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দলের সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।  বিদেশে নিয়ে গিয়ে তার জরুরি চিকিৎসার প্রয়োজন।  আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে তাকে বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হোক।

এ জাতীয় আরো সংবাদ

বিচারপতিসাহাবুদ্দীন আহমদের ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিবের শোক

নূর নিউজ

প্রতিকূলতার মাঝেও হকের উপরে টিকে থাকতে হবে: জমিয়ত

নূর নিউজ

ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান তারেক রহমানের

Sufian Farabee