তেলের দাম বিশ্ববাজারে কমলে আমরাও ব্যবস্থা নেব

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনও উঠানামা করছে। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে স্থিতিশীল হবে, তখন আমরাও ব্যবস্থা নেব।

প্রসঙ্গত, জ্বালানি তেলের দাম সমন্বয়ের কারণ দেখিয়ে গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে সরকার।

এ জাতীয় আরো সংবাদ

সরকারকে ক্ষমতাচ্যুত করা ঈমানি দায়িত্ব : মাহমুদুর রহমান মান্না

আলাউদ্দিন

নিত্যপণ্যের অগ্নিমূল্যে দিশেহারা মানুষ

নূর নিউজ

পিআর নয়; বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন চাই: জমিয়ত সভাপতি ইসলামাবাদী

আনসারুল হক