আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর শারীরিক অবস্থা উন্নতির দিকে

হযরত হাফেজ্জী হুজুর রহ. এর ছোট সাহেবজাদা, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া নুরিয়া ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী হাফিযাহুল্লাহ হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে কয়েক দিন আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। আলহামদুলিল্লাহ বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী এক বিবৃতিতে পীর-মাশায়েখ, ওলামা ও তুলাবাসহ সকলের কাছে দোয়া করার আহবান জানিয়ে বলেন, আল্লাহ তাআ’লা যেন দ্রুত পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দিয়ে হযরতকে আবারো কর্মমূখর হ‌ওয়ার তাওফীক দান করেন। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ জাতীয় আরো সংবাদ

আগামীকাল থেকে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু

আনসারুল হক

মাওলানা নুরুল ইসলামের ইন্তেকালে আল্লামা মাহমুদুল হাসানের শোক

নূর নিউজ

২৭ আগস্টের সম্মেলন বাস্তবায়নে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি:আল্লামা রাব্বানী 

নূর নিউজ