আফগানিস্তানে মধ্যরাতে গোয়েন্দা প্রধান নিহত

আফগানিস্তানের লাঘমান প্রদেশের গোয়েন্দা প্রধান মৌলভি উলফত হাশেমি গত রাতে নিহত হয়েছেন। বুধবার লাঘমান প্রদেশের কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন।

লাঘমান প্রদেশের গভর্নরের মুখপাত্র সালাহউদ্দিন জাহিদ বলেন, বুধবার মধ্যরাতে মৌলভি উলফত হাশেমি নিহত হন। তিনি তখন লাঘমান প্রদেশের রাজধানী মেহতারলাম শহরে অবস্থান করছিলেন। তার গাড়িবহর যখন ওই এলাকায় টহল দিচ্ছিল তখন তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান।

ওই মুখপাত্র আরো বলেন, সড়ক দুর্ঘটনায় মৌলভি উলফত হাশেমি নিহত হলেও তার পাঁচ দেহরক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সুত্র: দ্যা জার্নাল

এ জাতীয় আরো সংবাদ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে ইসলামী ছাত্র খেলাফতের মানববন্ধন

আনসারুল হক

৫ বছর পর যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ নৌমহড়া

নূর নিউজ

তীব্র গরম উপেক্ষা করে মক্কায় উপস্থিত লাখ লাখ হজযাত্রী

নূর নিউজ