ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজারে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্কের ইস্তাম্বুল থেকে বিশেষ উড়োজাহাজে সরাসরি কক্সবাজারে এসে পৌঁছেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।

আজ শনিবার সকাল ৮টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি।

কক্সবাজার বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামানসহ বাংলাদেশে তুরস্ক দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে আসা ২০ সদস্যের প্রতিনিধি দলটি বিমানবন্দর থেকে সরাসরি সড়ক পথে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করেন।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সেখানে তারা তুরস্ক সরকার ও উন্নয়ন সংস্থা পরিচালিত ফিল্ড হাসপাতালসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করে দুপুরে ঢাকায় ফিরে যাবেন।

এ জাতীয় আরো সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শাবান মাসের চাঁদ দেখা গেছে।

Sufian Farabee

আফগান প্রেসিডেন্সিয়াল প্রাসাদে তালেবান নেতাদের বাকযুদ্ধ

নূর নিউজ

আজ ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আনসারুল হক