সৌদি আরবে ফের খুলছে প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল

১২ বছরের কম বয়সী শিশুদের সশরীরে ক্লাসে পাঠদান পুনরায় চালু করতে যাচ্ছে সৌদি আরব। গত বছরের অক্টোবরে ক্লাসে পাঠদান স্থগিত করেছিল দেশটি।

রোববার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সৌদির শিক্ষা মন্ত্রণালয় জানায়, করোনা মহামারির কারণে ১৮ মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৩ জানুয়ারি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল পুনরায় খোলা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইবতিসাম আল-শেহরি বলেন, সশরীরে ক্লাসের জন্য অভিভাবকদের শিশুদের প্রস্তুত করা জরুরি।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মেদ আল-আবদ আল-আলী বলেন, যদিও সৌদি আরবে কোভিড-১৯ এর সংক্রমণ আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে, তবুও গুরুতর আক্রান্তের সংখ্যা গত বছরের এ সময়ের তুলনায় কম। এটি টিকার কার্যকারিতা এবং কোভিড-১৯ এর বিস্তার প্রতিরোধে জাতীয় প্রচেষ্টার ফল।

ওমিক্রন ধরনের কারণে কোভিড-১৯ এর সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যারা গুরুতর স্বাস্থ্য জটিলতার কারণে সশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না, তাদের জন্য অনলাইন প্লাটফর্মে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।

সূত্র: আরব নিউজ

এ জাতীয় আরো সংবাদ

ভালো সম্পর্ক চান আফগান পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

আফগানিস্তানের ব্যাপারে মার্কিননীতির তীব্র সমালোচনা করলেন ইমরান খান

নূর নিউজ

বন্ধ ইরানের আকাশ পথ, হাজীদের ভিসা ছাড়া থাকতে দেবে আফগানিস্তান

আনসারুল হক