ইমরান খানের ওয়াদা ‘আফগান জনগণকে ফেলে যাবে না পাকিস্তান’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মানবিক সংকট এড়াতে আফগান জনগণকে তার সরকার সর্বাত্মক সহায়তা দেবে। আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের শীর্ষ কমিটির বৈঠকে গতকাল (শুক্রবার) তিনি একথা বলেন।

বৈঠকে তিনি আরো বলেন, “আফগানিস্তানের সাহায্যের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সমাজের কাছে যে ত্রাণ সহযোগিতার আবেদন জানিয়েছে তাকে আমরা স্বাগত জানাই।”

কমিটি আবারো আফগানিস্তানের অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং আফগান জনগণের প্রয়োজনের সময় পাকিস্তান পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেয়।

আফগানিস্তানের মারাত্মক অর্থনৈতিক সংকট এড়াতে এবং দেশটির জনগণের জীবন বাঁচাতে এ কমিটি সহায়তা দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও ত্রাণ সংস্থাগুলোর কাছে আবেদন জানিয়েছে।

ইমরান খান বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আফগানিস্তানের মানবিক সংকট এড়ানোর জন্য বিশেষ করে চিকিৎসা, তথ্য-প্রযুক্তি, অর্থ ও একাউন্টিং খাতে উন্নত এবং প্রশিক্ষিত জনশক্তি রপ্তানি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ জাতীয় আরো সংবাদ

কয়েকদিনের মধ্যেই ই’সরা’য়েল-হামাস যুদ্ধবিরতির আশা করছে যুক্তরাষ্ট্র ও কাতার

নূর নিউজ

কাশ্মীরে হামলা : ভারতের কড়া সিদ্ধান্ত জবাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান

আনসারুল হক

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দনপত্র পৌঁছে দিয়েছেন হাইকমিশনার

নূর নিউজ