যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় নতুন গাড়ির দাম

গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে নতুন গাড়ির গড় দাম ১৪ শতাংশ বেড়েছে। বিলাসবহুল গাড়ির বিক্রি বাড়ার কারণে দামে প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। দেশটিতে গাড়ির গড় দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

অটো শিল্পের গবেষণা সংস্থা কেলি ব্লু এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ভোক্তাদের জোরালো চাহিদায় গত মাসে নতুন গাড়ির গড় দাম ৪৭ হাজার ৭৭ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ডিসেম্বরে মোট গাড়ি বিক্রির ১৮ দশমিক ৪ শতাংশই ছিল বিলাসবহুল যানবাহন। চিপ ঘাটতি ও সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতার কারণে মার্কিন গাড়ি শিল্প কঠোরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চাহিদার তুলনায় গাড়ির সরবরাহ কম থাকায় দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

সদস্যদের জবাবদিহি নিশ্চিত না হলে র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: মার্কিন রাষ্ট্রদূত

নূর নিউজ

দিল্লি সফর শেষে ঢাকায় আসছেন ডোনাল্ড লু

নূর নিউজ

ফের রেকর্ড করতে যাচ্ছেন বাইডেন

আনসারুল হক