এবার ইসলাম ফোবিয়া দূর করতে প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছে কানাডা

ইসলামভীতি দূর করতে বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে কানাডার সরকার। দেশটি থেকে ইসলামবিদ্বেষ ও ভীতি দূর করতে এ পদক্ষেপ নিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার। খবর আনাদোলুর।

কানাডার কুইবেকে ২০১৭ সালে স্থানীয় মসজিদে ভয়াবহ হামলার ৫ বছর পর দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে, মসজিদে ওই সন্ত্রাসী হামলায় ৫ মুসল্লি নিহত এবং আহত হয়েছিলেন কমপক্ষে ১৯ জন। কানাডার মতো ইউরোপ-আমেরিকায়ও মুসলিমদের প্রতি অবিশ্বাস, ভয় ও ঘৃণার তৈরি করছে একটি উগ্রগোষ্ঠী। এই পরিস্থিতি দূর করতে নতুন পদক্ষেপ নিয়েছেন কানাডার জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন সরকার।

Canada election: How are leaders combatting Islamophobia? | Elections News  | Al Jazeera

গত বৃহস্পতিবার কানাডার ‘হাউস অফ কমন্স’ এই ইসলামভীতি দমন করতে ওই প্রস্তাব আনে ট্রুডো সরকার, সর্বসম্মতিক্রমে তা পাস হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, মুসলিমদের প্রতি দেশে ক্রমবর্ধমান ঘৃণা ও ভয়ের পরিবেশকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। এ ছাড়া ধর্মের ভিত্তিতে ভেদাভেদ থামাতে হবে।

পরিপ্রেক্ষিতেই দেশটির সরকার ইসলামভীতি দূর করতে শনিবার একজন বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

নেদারল্যান্ডসে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

নূর নিউজ

পেলোসির স্বামীকে হাতুড়িপেটা, বাইডেন বললেন ‘ঘৃণ্য’ হা’মলা

নূর নিউজ

আকাশে মেঘ দেখলে বিশ্বনবী সা. যা করতেন

নূর নিউজ