আরেক মামলায় মাওলানা রফিকুল ইসলামের বিচার শুরু

রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ মামলায় রফিকুলসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অপর আসামি হলেন- মাহমুদুল হাসান ওরফে মুর্তজা।এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন। আগামী ৩০ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।

গত বছরের ২১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (এসআই) রেজাউল করিম । তবে এ মামলায় অন্য তিন আসামির ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার করতে না পারায় তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে। তারা হলেন, মোহাম্মদ আমজাদ, মো. তাওহীদ ইসলাম ও এইচ এম লোকমান হোসেন।

গেল বছরের ৭ এপ্রিল রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে র‌্যাব। পর দিন র‍্যাব বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় মামলা করে। এরপর রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের করা মামলায় গত বছরের ৮ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ জাতীয় আরো সংবাদ

হাইকোর্টে ৫৩ বেঞ্চ গঠন, কাজ শুরু করবেন নবনিযুক্ত ১১ বিচারপতিও

নূর নিউজ

৩০ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

নূর নিউজ

বন্দী আলেমদের আইনি সহায়তা ও মুক্ত করতে হেফাজতের ৫ সদস্যের কমিটি

নূর নিউজ