যুদ্ধ শুধু ধ্বংস ও বিদ্বেষই ডেকে আনতে পারে: শাইখুল আজহার ইমাম আহমাদ আত তায়ি্যব

রাশিয়া ও ইউক্রেনকে বিবেক দিয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন মিসরের বিখ্যাত বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শায়খ ড. আহমাদ আত তাইয়েব।

গতকাল (২৭ ফেব্রুয়ারি) শনিবার নিজের ফেরিফাইড ফেসবুকে পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তিনি মনে করেন, যুদ্ধ শুধু ধ্বংসই ডেকে আনে। সঙ্ঘাত সমাধানে আলোচনা জরুরি।

তিনি আরো বলেন, ‘যুদ্ধ শুধু ধ্বংস ও বিদ্বেষই ডেকে আনতে পারে। সংঘাত সমাধানে আলোচনার বিকল্প নেই। আমি রাশিয়া ও ইউক্রেনকে বিবেকের আওয়াজ শুনে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানাচ্ছি।’

শায়খ আহমাদ আত তাইয়েব বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, ‘প্রতিবেশী দুটি দেশের মধ্যে চলমান সঙ্ঘাত বন্ধ করতে আমি বিশ্বনেতাদের ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে শান্তিপূর্ণ সমাধানের সমর্থন করতে আহ্বান জানাই।’ সূত্র: আনাদোলু এজেন্সি

এ জাতীয় আরো সংবাদ

শবে মেরাজে মসজিদে কোরআন তিলাওয়াতের সময় ইমামের মৃত্যু

Sufian Farabee

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিল সৌদি আরবের ১৫ ইউনিভার্সিটি

নূর নিউজ

অবশেষে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

নূর নিউজ