‘পুলিশ ছাড়া অন্য কেউ চাঁদাবাজি করলে তার দায় পুলিশ নেবে না’

মাত্র একদিনের মাথায় ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এএসএম আসাদউজ্জামানকে ক্লোজ করেছেন পুলিশ সুপার।

শুক্রবার সকালে ক্লোজড হওয়ার আদেশ পাওয়া পর তিনি ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ভাঙ্গা হাইওয়ে থানা থেকে বুধবার ওসি জাহাঙ্গীর আরিফ প্রত্যাহার হওয়ার পর বৃহস্পতিবার নতুন ওসির দায়িত্ব পান আসাদউজ্জামান। তিনি বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন।

ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের কপি সাংবাদিকদের দেন তিনি। সেখানে লেখা রয়েছে- পূর্বের ওসি নসিমন, করিমন, টোকেন বাণিজ্য, মাসিক চাঁদা দিতেন। আজ থেকে সবকিছু বন্ধ। আরেকটি কথা- পুলিশ ব্যতীত অন্য কেউ বা সংগঠন মহাসড়কে চাঁদাবাজি করলে তার দায় পুলিশ নেবে না। সব বিষয় পুলিশ সুপারের নজরে আসলে সকালেই তাকে ক্লোজ করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

কে নির্বাচন বা রাজনীতি করবে তা জনগণ ঠিক করবে : মির্জা ফখরুল

নূর নিউজ

নাটোরে ইউএনওর গাড়ির চাপায় সাংবাদিক নিহত

নূর নিউজ

রমজান মাসেই সরকারের পতন হবে: শওকত মাহমুদ

আনসারুল হক