যুক্তরাষ্ট্রে পাতাল রেল স্টেশনে গুলিতে আহত ১৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পাতাল রেল স্টেশনে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল স্টেশনে গুলির এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যাচ্ছে, মেট্রো ট্রেনের যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় অন্য যাত্রীরা তাদের সহায়তায় এগিয়ে আসেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, ব্রুকলিনের পাতাল রেল স্টেশনে গুলিতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

সদস্যদের জবাবদিহি নিশ্চিত না হলে র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: মার্কিন রাষ্ট্রদূত

নূর নিউজ

আমেরিকার গির্জাগুলো মুসলমানদের মিলন কেন্দ্রে পরিণত হবে: যুক্তরাষ্ট্র প্রবাসী মুফতি ইসমাইলের স্বপ্ন

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলী নিহত

নূর নিউজ