কাশ্মীরে দুই সেনাসহ নিহত ৬

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সোপিয়ান জেলার বদিগামে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে লস্কর-এ-তৈয়েবার চার সদস্য নিহত হয়েছেন।

এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে দুই সেনাসদস্যও প্রাণ হারিয়েছেন। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই নিষিদ্ধঘোষিত সশস্ত্র সংগঠন লস্কর-এ-তৈয়বার সদস্য। ঘটনাস্থলে আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখতে এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।

এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে থাকতে পারে সন্দেহে পুলিশ ও সেনা যৌথভাবে সেখানে তল্লাশি চালায়। এ সময়ই দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতেই চার লস্কর সদস্য নিহত হন।

পুলিশ আরও জানিয়েছে, নিহত সবাই স্থানীয় বাসিন্দা। পুলিশের দাবি, তারা সবাই লস্কর-এ-তৈয়বার সদস্য ছিলেন।

এদিকে ঘটনাস্থলে পৌঁছানোর সময় ভারতীয় সেনাদের একটি গাড়ি উল্টে প্রাণ হারান দুই জওয়ান।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশিদের জন্য ওমরা পালনের নতুন নিয়ম ঘোষণা

নূর নিউজ

‘অবশ্যই ইউক্রেন যু’দ্ধ বন্ধ করতে হবে’

নূর নিউজ

নরওয়েতে ফাইজারের টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু

আনসারুল হক