সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা

সুইডেনের কয়েকটি শহরে উগ্রপন্থী গোষ্ঠী কর্তৃক পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশ পরবর্তী অস্থিরতা এবং সহিংস বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করে, যার ফলে বেসামরিক মানুষ এবং আইন প্রয়োগকারী কর্মীদের হতাহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ বিশ্বাস করে যে, ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে এবং সম্মান করতে হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য বাংলাদেশ সংশ্লিষ্ট সকলকে সহনশীলতা অনুশীলন এবং অযাচিত উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানায়।

এ জাতীয় আরো সংবাদ

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠ রণক্ষেত্র, নিহত ১২৯

নূর নিউজ

নারী নিয়ে মসজিদে টিকটক শুটিং, জড়িতদের খুঁজছে পুলিশ

আনসারুল হক

সালথায় নামাজরত অবস্থায় মাদরাসা শিক্ষকের স্ত্রীর ইন্তেকাল

আনসারুল হক