শরণখোলায় প্রতিবেশীর মারধরে প্রাণ গেল এক অসহায় নারীর

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রাম থেকে রহিমন বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬এপ্রিল) বিকেল ৪ টার দিকে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রহিমন বেগম চালিতাবুনিয়া গ্রামের আকাব্বর মিয়ার দ্বিতীয় স্ত্রী।

রহিমন বেগমরে ছেলে আ. রহিম জানান, তাদের সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরে সোমবার সন্ধ্যায় প্রতিবেশী বাদল হাওলাদার ও তার স্ত্রী লাকী বেগম তাদের বাড়িতে ঢুকে তার মাকে বেদম মারধর করে। এতে তার মা রহিমন বেগম মারাত্মকভাবে আহত হন।

ঘটনার পর চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা করা হলে তাতেও বাধা দেয় হামলাকারীরা। এ অবস্থায় তাকে বাড়িতে রাখা হলে পরের দিন বিকেল ৩টার দিকে মারা যান।

এ জাতীয় আরো সংবাদ

পায়রায় ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

নূর নিউজ

গাজীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৭৪০ পরিবার

নূর নিউজ

ফের এলপিজির দাম বাড়ল

নূর নিউজ