কাতারে শ্রমজীবী মানুষের পাশে আল মোহান্নাদীর মাসব্যাপী ইফতার

কাতারের রাজধানী দোহায় রোজাদারদের সম্মানে মাসব্যাপী ইফতার আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রাম রাউজান উপজেলার কাতার প্রবাসী আল মোহান্নাদী গ্রুপের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী।

বাংলাদেশি অধ্যুষিত বাণিজ্যিক এলাকা নাজমা সুক আল হারেজ মার্কেটে কর্মরত অসংখ্য প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফ্রিতে প্রতিদিন ইফতার করানো হয়। প্রতিদিন তিন শতাধিক নিম্নআয়ের শ্রমজিবী মানুষ এখানে ইফতার করতে আসেন।

দেশীয় সব রকমের ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, মুড়ি, জিলাপি, শরবতসহ বিভিন্ন সুস্বাদু খাবারের আয়োজন থাকে এখানে।

আল মোহান্নাদী গ্রুপের ব্যবস্থাপনায় মাসব্যাপী ইফতার আয়োজনে বাংলাদেশ কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যাক্তি উদ্যোগে গত দশ বছর ধরে এ আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকায় আনন্দিত প্রবাসীরা। তবে করোনা মহামারীর মাঝে গত দুই বছর এ আয়োজন বন্ধ ছিল। প্রতি বছর এ আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী এনামুল হক চৌধুরী।

এ জাতীয় আরো সংবাদ

ওমানে বাংলাদেশি শ্রমিকরা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছে: প্রধানমন্ত্রী

নূর নিউজ

কাতারে ৩০০০ শ্রমিকের জন্য আল নুরের ইফতার আয়োজন

আনসারুল হক

কাতারে এনটিভির ১৯তম জন্মদিন উদযাপন

আনসারুল হক