বাগেরহাটে আন-নূর হেল্পিং হ্যান্ড-এর উদ্যাগে ঈদ উপলখ্যে ফুড-প্যাকেজ বিতরণ

আজ (১লা) মে রবিবার সকাল ১০টায় আন-নূর হেল্পিং হ্যান্ড-এর উদ্যোগে বাগেরহাটের শরণখোলা উপকুলীয় এলাকায় সুবিধাবঞ্চিত অসহায় পরিবারে সেমাই, পোলাও চাল, দুধ, সয়াবিন তৈল,পিয়াজ, মুরগীহ নিত্য প্রয়োজনীয় আইটেম সম্বলিত আন-নূর ঈদুল ফিতর ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

বিতরণ কাজে অংশ নেন আন-নূর হেল্পিং হ্যান্ড বাগেরহাট জেলা পরিচালক মাওলানা মাহমুদুল হাসান শাহেদী, বিশিষ্ট সমাজকর্মী রাসেল আহমেদ, হাফেজ মানসুরুল ইসলাম,নহেমায়েত পহলান, ছগির হাওলাদার, মোস্তফা,মাসুদসহ একটি স্বেচ্ছাসেবি টিম।

এ জাতীয় আরো সংবাদ

বিএনপি ভেবে আ’লীগ কর্মীদের লাঠিচার্জ, ২ এসআই প্রত্যাহার

আলাউদ্দিন

আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নূর নিউজ

কোরআনের হাফেজ ছেলেকে হারিয়ে মায়ের আহজারি

আনসারুল হক