নিউজার্সির পেটারসনে ফের মেয়র আন্দ্রে সায়েগ, বললেন ‘একতার বিজয়’

পেটারসনের মেয়র হিসেবে বড় জয় পেয়েছেন আন্দ্রে সায়েগ। এই জয়কে তিনি ‘একতার জয়’ বলে অভিহিত করেছেন।

চার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সফলভাবে লড়াই করে মেয়র আন্দ্রে সায়েগ মঙ্গলবার পুনরায় নির্বাচনে জয়ী হন।

নির্বাচন কর্মকর্তারা ভোটের ফল প্রকাশ করার আগে ব্রাউনস্টোন ব্যাঙ্কুয়েট হলে উল্লাসিত সমর্থকদের সামনে বিজয়ী ভাষণ দেন সায়েগ।

তিনি বলেন, “এটি সততার বিজয়। বিশ্বাসযোগ্যতার একটি বিজয়। এটি প্যাটারসন শহরের বিজয়।”

সায়েগের ঘনিষ্ঠ মিত্র, ষষ্ঠ ওয়ার্ড কাউন্সিলম্যান আল আবদেলাজিজ ঘোষণা করেছেন যে, মেয়র তিরিশ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম ব্যক্তি যিনি প্যাটারসনে মেয়র নির্বাচনে অর্ধেকের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

আমেরিকা: যে দেশে মানুষের চেয়ে বন্দুক বেশি!

নূর নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন; ভিসা-গ্রিনকার্ড সহজের প্রতিশ্রুতি বাইডেনের

আনসারুল হক

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুকধারীর হামলায় নিহত ৯

নূর নিউজ