জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহ ধরে তার শরীরে তাপমাত্রা ওঠানামা করছে বলে জানিয়েছেন চিকিৎসক।

একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা ১০১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। কয়েক দিন পরপর জ্বর আসে একাধিক কারণে। তিনি লিভার ও কিডনির সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ।

মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়াকে বাসায় রেখে যেসব পরীক্ষা করা সম্ভব তা করাচ্ছেন। নিয়মিতভাবে তার আত্মীয়-স্বজনও বাসায় এসে খোঁজ রাখছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছেন। ডায়াবেটিসের পাশাপাশি আর্থ্রাইটিসের জটিলতা থাকায় অন্যের সাহায্য নিয়ে তাকে হুইলচেয়ারে চলাচল করতে হয়।

এ জাতীয় আরো সংবাদ

আবরার হত্যা মামলার রায় আগামীকাল

নূর নিউজ

স্কুলে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তে নাগরিকদের অন্তর্ভুক্ত করুন: ইসলামী আন্দোলন

আনসারুল হক

নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

আনসারুল হক