ধামরাইয়ে নিখোঁজের ৩ দিন পর প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির পাশের ডোবা থেকে আল আমিন আফজাল সরদার (৩১) নামে এক শারীরিক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের চৌটাল দক্ষিণপাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

আফজাল এলাকার মো. ইউনুস সর্দারের ছেলে বলে নিশ্চিত করেছে নিহতের পরিবার।

স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করার পর রাতের আঁধারে অজ্ঞাত খুনিরা ওই ডোবায় তার মরেদহটি ফেলে রেখে যায়। শনিবার (২১ মে) ভোর ৫টার দিকে কাজে বের হয়ে আর বাড়ি ফিরেননি তিনি। অবশেষে তিন দিন নিখোঁজ থাকার পর তারই বাড়ির পাশে মিলল তার মরদেহ।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরো সংবাদ

কোরবানিতে চাহিদার চেয়ে প্রায় ২৩ লাখ পশু বেশি আছে

নূর নিউজ

চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

নূর নিউজ

বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম

নূর নিউজ