‘বিএনপি খোমেনি স্টাইলে বিপ্লবের দুঃস্বপ্ন দেখছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কথিত গণ-আন্দোলন সৃষ্টি করে তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি।

শনিবার (২৮ মে) রাজধানীতে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেছেন, বিএনপি গণ-আন্দোলনের রঙিন স্বপ্ন দেখছে। কিন্তু শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনে বিএনপির আন্দোলনে সংকটের কালো ছায়া পড়েছে। তাদের গণআন্দোলন স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর। গণ-আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা করছে বিএনপি।

তিনি বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের উন্নয়নে এত খুশি যে গত ১৩ বছরে বিএনপি আন্দোলনের ডাক দিলেও জনগণ সাড়া দেয়নি। আগামী দিনেও সাড়া দেবে বলে বিশ্বাস হয় না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা (বিএনপি) ক্ষমতায় থাকাকালে গণতন্ত্র হত্যা করেছিল তারা আবার ক্ষমতায় গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। এটা নিছক মিথ্যাচার আর প্রতারণা ছাড়া কিছু নয়।

এ জাতীয় আরো সংবাদ

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যাবে না বিএনপি

নূর নিউজ

জুলাই সনদের খসড়া আইনী বাধ্যবাধকতাহীন একটি দুর্বল উপস্থাপনা

আনসারুল হক

বরিশালে রিমান্ডে নারী আসামিকে যৌন নির্যাতন : ওসি-প‌রিদর্শক‌ প্রত্যাহার

আনসারুল হক