লাদাখে ৭ ভা*রতীয় সেনা নিহ*ত

ভারতের লাদাখে তুরতুখ সেক্টরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ৭ ভারতীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। পাহাড় থেকে গাড়িটি নদীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শুক্রবার (২৭ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটিতে ২৬ জন সেনা সদস্য ছিলেন। সেনাদের বহনকারী গাড়িটি লাদাখের তুরতুখ সেক্টরে রাস্তা থেকে ছিটকে শিয়ক নদীতে পড়ে যায়। এতে অন্তত ৭ জন নিহত হয় এবং অনেকে আহত হয়েছে। গাড়িটি অন্তত ৫০-৬০ ফিট গভীরে পড়ে যায়।

এ ঘটনায় আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। তাদেরকে হেলিকপ্টর যোগে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

সেনা সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরের একটি ফরওয়ার্ড পজিশনে যাচ্ছিল ২৬ জন সৈন্যের একটি দল। শুক্রবার সকাল ৯টায় থোয়াইজ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে গাড়িটি রাস্তা থেকে ছিটকে শিয়ক নদীতে পড়ে যায়। এ ঘটনায় ৭ সেনা নিহত হয়েছে ও অন্যরা গুরুতর আহত হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

মালয়েশিয়ায় লকডাউন বাড়লো আরো দুই সপ্তাহ

আলাউদ্দিন

আফগান-উজবেক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে স্বাক্ষর ৪৫টি নতুন চুক্তি

আনসারুল হক

ডেঙ্গুসহ মশাবাহিত রোগের সংক্রমণ কমায় ওলবাকিয়া ব্যাকটেরিয়া

নূর নিউজ