সন্ধ্যায় বাসায় ফিরবেন খালেদা জিয়া

১৩দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় বাসায় ফিরবেন বলে নিশ্চিত করেছেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘দেশে করোনার প্রকোপ আবার বৃদ্ধি পাওয়ায় ম্যাডামকে বাসায় নিয়ে চিকিৎসার করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। তাই আশা করা যাচ্ছে সন্ধ্যায় ম্যাডাম বাসায় ফেরার ছাড়পত্র পাবেন।’

তিনি বলেন, বিকেলে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে অবগত করতে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে তার স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত জানাবেন চিকিৎসকরা।

উল্লেখ্য, খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে গত ১০ জুন গভীর রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়।

হাসপাতালের বিশেষ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন। একটি ব্লক অপসারণ করা হলেও খালেদা জিয়ার হৃদপিণ্ডে আরও দুইটি ব্লক ধরা পড়ার কথাও চিকিৎসকরা জানিয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

সংস্কার বাস্তবায়ন ও ভোটার তালিকা তৈরির পর নির্বাচন : ইউনূস

নূর নিউজ

বিটিভি’র ধ্বংসাত্মক ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী

নূর নিউজ

যুক্তরাষ্ট্র থেকে আরও ১ কোটি ফাইজার টিকা পেল বাংলাদেশ

নূর নিউজ