সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সৌদি আরবে নিজ কর্মক্ষেত্র থেকে বাসায় ফেরার পথে মো. রিয়াদ হোসেন (২২) নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত রিয়াদ হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জরুইন গ্রামের বড় বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে।

নিহত রিয়াদের স্বজনরা জানান, কিছু দিন আগে একই গ্রামের আবদুল হক চৌধুরীর নাতিনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে রিয়াদের বিয়ে হয়। রিয়াদ আনুষ্ঠানিকভাবে বিয়ে করার জন্য দেশে আসার প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যেই তার মৃত্যুর সংবাদ এলো।

নিহত রিয়াদের নিকটাত্মীয় মানবাধিকারকর্মী জহিরুল ইসলাম বলেন, সৌদি অ্যাম্বাসির মাধ্যমে যোগাযোগ করে লাশ দেশে আনার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

কাতারস্থ শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

আনসারুল হক

বাইডেন প্রশাসনে চার বাঙ্গালী: দেশ-বিদেশে উচ্ছ্বসিত বাংলাদেশিরা

আলাউদ্দিন

এবারের বাজেট হোক প্রবাসীবান্ধব

নূর নিউজ