হজের ফিরতি ফ্লাইট শুরু আজ

হজের ফিরতি ফ্লাইট শুরু আজ হজব্রত পালন শেষে বাংলাদেশি হাজিরা দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। আজ থেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজের ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে।

আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে রওনা হবে। তবে প্রথম ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন, তা এখনো নির্ধারণ হয়নি।

বাংলাদেশ হজ অফিস (ঢাকা) সূত্রে জানা যায়, একই দিন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসেরও (সাউদিয়া) ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া ও ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী ফিরতে আগামী ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশির হজ করার কথা ছিল। তাদের সঙ্গে আরও ২ হাজার ৪১৫ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে ৬০ হাজারে পৌঁছায়। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধিদলসহ ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

সৌদি আরবে এবার হজে গিয়ে মারা গেছেন ১৫ জন হজযাত্রী। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৫ জন নারী।

এ জাতীয় আরো সংবাদ

দারুল উলুম নিউ ইয়র্কের ফারেগীনের মাথায় পাগড়ি

নূর নিউজ

মুসলিম বিশ্বের শরণার্থী সংকট মোকাবেলায় ওআইসির প্রচেষ্টা বৃদ্ধি করতে হবে

নূর নিউজ

পবিত্র রমজান মাসে যুক্তরাজ্যের বিখ্যাত স্থানগুলোতে চলছে উন্মুক্ত ইফতার আয়োজন

নূর নিউজ