নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যেবৃদ্ধিতে মানুষ দিশেহারা

(ফাইল ছবি)ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যেবৃদ্ধিতে মানুষ দিশেহারা। তিনি বলেন, ডাল, চাল, তেল, সবজি, ডিম, মুরগীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণে মানুষ অসহায় দিনাতিপাত করছে। বাজার করতে গিয়ে অনেকে খালি হাতে ফিরে আসছে। মানুষ নিরূপায়। অথচ সরকার দলীয় মন্ত্রী-এমপিরা যদিও বেহেশতে আছেন। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের কথা কখনো ভেবেছেন? পুরো দেশ ও সরকার সিন্ডিকেটের হাতে জিম্মি। সিন্ডিকেট ভেঙ্গে নিত্যপণের বাজার নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে সরকার।

আজ শনিবার এক বিবৃতিতে মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, সাধারণ মানুষ নিরুপায়। বাজার নিয়ন্ত্রণহীন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে সকল পণ্যের দাম বাড়িয়ে জনগণকে একপ্রকারের জিম্মি করে ফেলেছে। এমতাবস্থায় সাধারণ জনগণের রুদ্ররোষ সৃষ্টি হচ্ছে। জনগণের রুদ্ররোষে সরকারের করুণ পরিণতি হতে বাধ্য। তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিনীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক

আনসারুল হক

এবার আন্দোলনমূখী বিএনপি, সোমবার সমাবেশ

নূর নিউজ

‌‘স্বাধীনতার পূর্ণতা আনতে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করার বিকল্প নেই’

আনসারুল হক