আন্দোলনের ১৯তম দিনে সমাধানের আশা চা শ্রমিকদের

আজ শনিবার টানা আন্দোলনের ১৯তম দিন। দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে এখনও পর্যন্ত অনড় রয়েছেন হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা।

তবে যেহেতু বিকালে প্রধানমন্ত্রী বাগান মালিকদের নিয়ে বসবেন; তাই ওই বৈঠকেই বিষয়টির সমাধান হবে বলে আশা করছেন তারা। এদিকে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে যোগ দিয়েছেন তাদের সন্তানরাও।

চা শ্রমিকরা জানান, এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ১২০ টাকায় কিছুই হয় না তাদের। শিক্ষার্থীরা স্কুলে যেতে ৪০ টাকা ভাড়া চলে যায়। বাকি ৮০ টাকায় খাবার হয় না। তাছাড়া এখন যেহেতু প্রধানমন্ত্রী মালিক ও শ্রমিকদের নিয়ে বসছেন তাই সমাধান হয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন। সমাধান হবেই এমন বিশ্বাস রয়েছে তাদের।

দাড়াগাঁও বাগান পঞ্চায়েত সভাপতি প্রেমলাল আহির বলেন, আজ যেহেতু প্রধানমন্ত্রী বৈঠক করবেন আশা করছি আমাদের দাবির বিষয়টি সমাধান হবে। এটি নিয়ে যেন বাড়াবাড়ি না হয়। আমরা আশা করি আজ আন্দোলন শেষ হবে। দাবিও পূরণ হবে।

এ জাতীয় আরো সংবাদ

ভোলার লালমোহনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভয়াবহ আগুনে পুড়ে ছারখার 

নূর নিউজ

কুড়িগ্রামে মাদরাসা ছাত্রদের নিয়ে ফল উৎসব

নূর নিউজ

তজুমদ্দিনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আনসারুল হক