চা শ্রমিকদের ঘর করে দেবেন প্রধানমন্ত্রী

চা শ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে ভিডিও কনফারেন্সে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে তাদের এ আশ্বাস দেন সরকারপ্রধান।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের পাত্রখোলা চা বাগানের শ্রমিকদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করতে সিলেটের লাক্কাতুড়া বাগানের গলফ মাঠে উপস্থিত হয়েছেন জেলার ২৫টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক। এছাড়াও রয়েছেন চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতা, ভ্যালী নেতা ও চা বাগানের সব পঞ্চায়েতরা।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘ কর্মবিরতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে গত ২৮ আগস্ট ধর্মঘট ভেঙে কাজে যোগ দেন চা শ্রমিকরা। বাগান মালিকদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন।

 

এ জাতীয় আরো সংবাদ

করোনায় আজও মৃত্যু-শনাক্ত কমেছে

নূর নিউজ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নূরুল করীম আকরাম

আনসারুল হক

কমতে পারে গরমের তীব্রতা, বলছে আবহাওয়া অফিস

নূর নিউজ