তিন দিনে ৫৯ মণ ইলিশ শিকার, ১৩ লাখে বিক্রি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিন দিনে ৫৯ মণ ইলিশ ধরেছেন একটি ট্রলারের জেলেরা।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হাতিয়ার চেয়ারম্যানঘাটে মাছগুলো নিলামে বিক্রি হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৯০০ টাকায়। মাত্র তিন দিনে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় বোটের মালিক, সারেংসহ জেলেরা মহাখুশি। এসব মাছ কিনে নেন মেঘনা ফিশিং এজেন্সি।

ট্রলারের মালিক উৎফুল বলেন, তিন দিন আগে ১২ জেলে ভোলার মনপুরা থেকে মাছ ধরতে সাগরে যান। বিভিন্ন সাইজের ৫৯ মণ ইলিশ পেয়েছি। এর মধ্যে বড় সাইজের মাছের সংখ্যা বেশি। মেঘনা ফিশিংয়ে মাছগুলো বিক্রি হয়েছে। নিলামে শেষ পর্যন্ত ২২ হাজার ১০০ টাকা করে ৫৯ মণ ইলিশের দাম হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৯০০ টাকা।

এ জাতীয় আরো সংবাদ

শিক্ষকদের বেতন না দিতে পেরে মাদ্রাসার মাঠে ধান চাষ

নূর নিউজ

ষাটগম্বুজ মসজিদের প্রবেশ ফি বাড়ল

নূর নিউজ

দেশব্যাপী নারী ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে গাজীপুরে ইসলামী ছাত্র খেলাফতের মানববন্ধন

আনসারুল হক