বৈধপথে রেমিট্যান্স পাঠাতে আমিরাতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে এবং বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিতকরণ ও সমাধানে আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই ও আজমানের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে আজমান স্পাইসি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুস সালেহীন।

সচিব বলেন, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিতে হবে, বর্তমানে যেসব সমস্যাগুলো রেমিট্যান্স প্রবৃদ্ধিতে বাধাগ্রস্ত করছে সেগুলো দূর করতেও সরকারের সদিচ্ছা রয়েছে বলে জানান তিনি।

দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহা. খুরশিদ ওয়াহাব, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসির সিআইপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মালেক, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি সিআইপি আইয়ুব আলী বাবুল, সহ সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, আবুল কালাম সিআইপি, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের সভাপতি প্রকৌশলী জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন, মুহাম্মদ হুমায়ুন কবির, শহিদুল ইসলাম চৌধুরী লোকমান খান, সুমন খান মনিরুজ্জামান মুহাম্মদ শাকিল, মেজবাহ উদ্দিন গাজী,কাজী মোহাম্মদ আলী, জাকির হোসেন প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

মালদ্বীপের কারাগারে প্রবাসী শ্রমিকদের বস্ত্র ও চিকিৎসাসেবা দিলো বাংলাদেশ দূতাবাস

নূর নিউজ

কাতারে পুরাতন গানমে আকাশ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

নূর নিউজ

১৪ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স জুলাইয়ে

নূর নিউজ