কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হচ্ছে আল্লামা ইউসুফ আল-কারাজাভির জানাযা

বিশ্ববিখ্যাত আলেম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, লেখক, গবেষক আল্লামা ইউসুফ আল-কারাজাভির পূর্ব নির্ধারিত জানাজার সময় পরিবর্তন করা হয়েছে।

আজ মঙ্গলবার জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হবে আসরের নামাজের পর।

সোমবার রাতেই শায়খের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে জানাজার সময় পরিবর্তন ও নতুন সময় নির্ধারণের বিষয়টি জানিয়ে দেয়া হয়।

সূত্র মতে জানা যায়, কাতারের রাজধানী দোহার মসজিদে ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহহাবে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে যুগের অন্যতম এই ফকীহ আলেমকে দোহার মুসাইমির কবরস্তানে (সাবেক আবু হামুর কবরস্তান) দাফন করা হবে।

আল্লামা ইউসুফ আল-কারাজাভি গতকাল সোমবার দুপুরে দোহায় ৯৬ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গোটা মুসলিম বিশ্বে গভীর শোক নেমে এসেছে। বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতা ও ইসলামী স্কলাররা তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

আল-আকসায় ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়েছে ওআইসি

নূর নিউজ

বিজেপি ঈদের নামাজও পড়তে দেয় না: ভারতের সংসদে ঝড় কংগ্রেস নেতার

আনসারুল হক

আমি মুসলমানদের পাহারাদার, বললেন মমতা ব্যানার্জি

নূর নিউজ