হজরত উমাইমাহ বিনতে সাবিহ রা.: আবু হুরায়রা রা. এর মা

নাম ও বংশপরিচয়: তাঁর নাম উমাইমাহ। পিতার নাম সাবিহ বা সাফিহ বিন হারেস।

ইসলাম গ্রহণ: তিনি সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবি হজরত আবু হুরায়রা রা. এর মাতা ছিলেন। আবু হুরায়রা রা. তাঁর মাকে খুব ভালবাসতেন। তিনি ইসলাম গ্রহণ করে নিলেও তাঁর মা ইসলাম গ্রহণ করা থেকে বিরত ছিলেন।

একদিন তাঁর মা রাসুলুল্লাহ সা. কে গালমন্দ করলে আবু হুরায়রা রা. রাগে-দুঃখে কাঁদতে কাঁদতে রাসুলুল্লাহ সা. এর কাছে গিয়ে অভিযোগ করেন।

তারপর রাসুলুল্লাহ সা. কে তার মায়ের জন্য দোয়া করতে বলেন। রাসুলুল্লাহ সা. এর দোয়ার বরকতে পরিবর্তন ঘটে যায়। তিনি বাড়িতে এসে দেখেন তার মা গোসল করে কাপড় পরিবর্তন করে বসে আছেন।

আবু হুরায়রা রা. বাড়িতে ফিরতেই তার মা তাকে কালেমা পড়িয়ে দিতে বললেন। আবু হুরায়রা রা. মায়ের এই পরিবর্তন দেখে খুশিতে আত্মহারা হলেন। রাসুলুল্লাহ সা. এর কাছে তার মায়ের ইসলাম গ্রহণের খবর জানানো হলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন।

সন্তানসন্ততি: তায়া সন্তানদের মাঝে আবু হুরায়রা রা. সবচেয়ে বেশি প্রসিদ্ধ।

ইন্তেকাল: এ ব্যাপারে জানা যায়না।

সূত্র: সহিহ মুসলিম

এ জাতীয় আরো সংবাদ

সৌদি আরবের মানুষেরা ইফতারে যে খাবার পছন্দ করেন

নূর নিউজ

হজ্ব পরবর্তী জীবন যেমন হওয়া উচিত

নূর নিউজ

৭ বছর পর কারামুক্ত হলেন কাবার ইমাম শায়খ সালেহ আল-তালিব

আনসারুল হক