জুলুমবাজ সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জুলুমবাজ সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে। আন্দোলনের নেতাকর্মীকে যেকোনো উপায়ে আটক রাখতে মরিয়া হয়ে উঠেছে তারা।’

শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু শুক্রবার জামিনে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবার গ্রেফতার করে রমনা থানায় নিয়ে যায়। শারীরিকভাবে ভীষণ অসুস্থ মীর সরফত আলী সপুকে রমনা থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভালোভাবে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মীর সরফত আলী সপুর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে চিকিৎসা দেওয়ারও দাবি জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, সব মামলায় জামিন পেয়ে মীর সরফত আলী সপু মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আবারও তাকে গ্রেফতার সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।

বিবৃতিতে অবিলম্বে সপুর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা দাবি জানান বিএনপি মহাসচিব।

এ জাতীয় আরো সংবাদ

দেশে কারো ন্যুনতম নিরাপত্তা নেই: মির্জা ফখরুল

আলাউদ্দিন

অন্তর্বর্তী সরকার প্রধান হওয়ার আগে-পরে কী ঘটেছিল জানালেন ড. ইউনূস

Sufian Farabee

সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

নূর নিউজ