হোয়াইট হাউসের পাশের বিল্ডিংয়ে আগুন

হোয়াইট হাউসের পাশের আইজেন হাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

থবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। এ সময় ওই ভবনের কর্মীদের সরিয়ে নেওয়া হয়। মার্কিন গোয়েন্দা বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস জানায়, স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টার দিকে ওই ভবনের বেসমেন্টে একটি ত্রুটিপূর্ণ কুলিং মোটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তারা। খবর পেয়ে দমকলকর্মীরা ৮টা ৩৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

এ জাতীয় আরো সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

আনসারুল হক

কানাডার ইতিহাসে প্রথম মসজিদ আল-রশিদ মসজিদ যেভাবে প্রতিষ্ঠা হয়

নূর নিউজ

সুপ্রিম কোর্টের রায়ের বিপক্ষে সই, কতটা কার্যকর বাইডেনের এক্সিকিউটিভ অর্ডার?

নূর নিউজ