কোরআন হাতে শপথ নিলেন প্রথম হিজাবধারী মার্কিন বিচারক

যুক্তরাষ্ট্রের প্যাসাইক কাউন্টিতে রাষ্ট্রীয় সুপিরিয়র কোর্টের প্রথম হিজাবধারী বিচারক হিসেবে শপথ নিয়েছেন নাদিয়া কাহাফ। যদিও কাহাফ বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী নন, তবে হিজাব পরিহিত অবস্থায় তিনিই প্রথম বেঞ্চে বসবেন।

গত ২৩ মার্চ পবিত্র গ্রন্থ কোরআন ছুঁয়ে শপথ নেন তিনি।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নাদিয়া কাহাফ একজন সিরিয়ান বংশোদ্ভুত পারিবারিক আইন এবং অভিবাসন বিশেষজ্ঞ। নিউ জার্সির গভর্নর ফিল মারফি এক বছর আগে তাকে বিচারক হিসেবে মনোনীত করেন। তিনি প্যাসাইক কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক হিসেবে কাজ করবেন।

২০০৩ সাল থেকে তিনি আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের নিউ জার্সির বোর্ডে বসেছেন। এছাড়াও তিনি ক্লিফটন শহরে অবস্থিত একটি অলাভজনক সংস্থা ওয়াফা হাউসের আইনি উপদেষ্টা ও ইসলামিক সেন্টার অব প্যাসাইক কাউন্টির চেয়ারওম্যান।

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানের বেলুচিস্তানে প্রবল বর্ষণ-ভূমিধসে নিহত ১১১

নূর নিউজ

হার্ভার্ডের শিক্ষককে কোরআন উপহার দিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার রিজওয়ান

নূর নিউজ

করোনার নতুন ধরণ ঠেকাতে নিউইয়র্কে আবারো জরুরি অবস্থা ঘোষণা

নূর নিউজ