চার বছর বয়সে বই লিখে গিনেস বুকে নাম লেখালেন যে মুসলিম শিশু

মাত্র চার বছর বয়সে বই প্রকাশ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে সংযুক্ত আরব আমিরাতের এক শিশু (পুরুষ)।

সাঈদ রাশেদ আইমহেইরি নাম ওই শিশুর বইয়ের নাম ‌‘দ্য এলিফ্যান্ট সাঈদ এন্ড দ্য বিয়ার’। এখানে ঘৃণা ও ক্রোধের বিপরীতে দয়ার বা মানবিকতার জয়ের কথা বলা হয়েছে। সেখানে এই দুইটি প্রাণীর অপ্রত্যাশিত বন্ধুত্বের গল্প বলেছেন সাঈদ।

শিশু সাঈদের মা মৌজা আল দারমাকি বলেছেন, ‘যখন সে আমাদের গল্পটা বলল, আমরা অবিভূত হয়ে গেলাম।’ ‘তার একটা পরিষ্কার আইডিয়া ছিল এই গল্পটা সম্পর্কে, সে কি বলতে চায় তা সে জানতে।’

মৌজার মতে, সাঈদ সহজ ও সোজা ভাষায় তার গল্পটা লিখেছে। গিনেস রেকর্ড কর্তৃপক্ষ তার লেখা পরীক্ষা নিরীক্ষা করেও দেখেছে। যাচাইবাছাই শেষে তাকে দেওয়া হয়েছে স্বীকৃতি।

এ জাতীয় আরো সংবাদ

উড়ন্ত বিমানে আগুন, বিস্ময়করভাবে বেঁচে গেলেন ২৩১ যাত্রী

আলাউদ্দিন

প্রকাশ্য স্থানে হিজাব-নিকাব নিষিদ্ধ আইন পাশ কাজাখস্তানে

আনসারুল হক

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ আর নেই

নূর নিউজ