ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন যানবাহনে ঢাকায় দিকে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের চাপ নেই মহাসড়ক ফাঁকা রয়েছে। স্বস্তির ঈদযাত্রার পর প্রিয়জনের সঙ্গে আনন্দের সময় কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ফাঁকা ঢাকা ফের সরগরম হতে শুরু করেছে। ভোগান্তি এড়াতে কেউবা ঈদের পর বাড়ি যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে যানজট নিরাসনে কাজ করছে।

সালনা থানার ওসি আতিকুর রহমান জানান, ঈদের আগে যানজট নিরসনের জন্য হাইওয়ে পুলিশ কাজ করেছে এবং ঈদের পরেও যানজট নিরসনের জন্য পুলিশ মোতায়ন রয়েছে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে কর্মস্থলে পৌঁছাতে পারে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

কক্সবাজার ও ফটিকছড়ি মাদ্রাসায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: মুফতি মুহাম্মদ ওয়াক্কাস

আনসারুল হক

কাতারে সাংবাদিক নেতা আব্দুস শহীদ ও হাজী আব্দুর রশিদ মিয়াজী স্মরণে দোয়া মাহফিল

আনসারুল হক

‘ব্যাক টু হোম’ স্লোগানে বিক্ষোভে লাখো রোহিঙ্গার অংশগ্রহণ

নূর নিউজ