পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি

আগামীকাল রোববার দুই দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়ের লাক্রোয়ার। সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করবেন।

জানা গেছে, ঢাকায় অবস্থানকালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ২০২৩ সালের জাতিসংঘ শান্তিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকের (ইউএনপিকেএম) প্রস্তুতিমূলক আলোচনায় যোগ দেবেন।

বিশ্ব সংস্থাটির মতে, শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং শান্তিরক্ষীরা যে সম্প্রদায়গুলোতে তাদের সেবা দিচ্ছেন, তার প্রভাবকে শক্তিশালী করার জন্য সম্মিলিত প্রচেষ্টায় একত্র হওয়ার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষামন্ত্রী পর্যায়ের সদস্যরাষ্ট্রগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

ঘানার রাজধানী আক্রায় আগামী ৫ ও ৬ ডিসেম্বর মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে শান্তিরক্ষা বিভাগ।

এদিকে জাতিসংঘের ব্যবস্থাপনা কৌশল, নীতি ও কমপ্লায়েন্সবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড শুক্রবার ঢাকায় এসেছেন।

সূত্র জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের এই দুই শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

 

এ জাতীয় আরো সংবাদ

ঢাকায় চালু হচ্ছে কাতারের ভিসা সেন্টার

আনসারুল হক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শাবান মাসের চাঁদ দেখা গেছে।

Sufian Farabee

মনগড়া কোনো সংগঠনকে আ’লীগের সাথে সম্পৃক্ত করার সুযোগ নেই : কাদের

আনসারুল হক