যে ৫ স্থানে অবস্থান নেবে বিএনপি

শনিবার রাজধানীর পাঁচটি প্রবেশমুখে অবস্থান নেবে বিএনপি। শুক্রবার (২৮ জুলাই) রাতে দলের নয়াপল্টনের কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে স্থানগুলোর নাম জানান।

সেগুলো হলো- গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট, শনির আখড়া, মুক্তি স্মরণী।

এর আগে নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

রাতের সংবাদ সম্মেলনে শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার প্রবেশ পথে বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি সফল করার জন্য ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে আহ্বান জানান রুহুল কবির রিজভী।

এ জাতীয় আরো সংবাদ

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

Sufian Farabee

অপেক্ষার প্রহর গুনছেন খালেদা জিয়া

আনসারুল হক

আল্লামা ইয়াহইয়ার ইন্তেকালে মাওলানা ইউসুফ নূরের শোক

নূর নিউজ