ধোলাইখালে সংঘর্ষ: আহত গয়েশ্বর আটক

রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে ধোলাইখাল মোড় থেকে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ।

এর আগে আজ শনিবার বেলা ১১টার দিকে সরকার পদত্যাগের একদফা দাবিতে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর নয়াবাজারে বিএনপি অবস্থান নেওয়ার কথা থাকলেও ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলের নেতাকর্মীরা।

এরপর সেখান থেকে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। প্রথমে পুলিশের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা পিছিয়ে গেলেও পুনরায় সংঘটিত হয়ে তারা পুলিশকে ধাওয়া দেন। এতে বিএনপির নেতারকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

জাতীয় সংগীতকে অবমাননা করে টিকটক ভিডিও, আটক ৫

নূর নিউজ

আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নাগরিক পার্টি’

আনসারুল হক

২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ পড়তে সাইকেলে ২৫০ কিমি পথ পাড়ি

নূর নিউজ