কাতারে দুই প্রবীণ প্রবাসীকে বিদায় সংবর্ধনা

কাতার প্রতিনিধি, আমিনুল হক কাজল

কাতারের রাজধানী দোহার আসিয়ানা হোটেলে নন্ রেসিডেন্ট বাংলাদেশী বিজন্যাস এসোসিয়েশন এর আয়োজনে প্রবীণ দুই সদস্যের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

সংগঠনের উপদেষ্টা ও কাতার সার কারখানার উর্ধ্বতন কর্মকর্তা মুখলেসুর রহমান এবং কার্য নির্বাহী সদস্য ও দোহা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা নাজমুর রহমানকে কর্মজীবন শেষে স্বদেশে প্রত্যাবর্তনের প্রাক্কালে বিদায় সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।

দীর্ঘ প্রবাস জীবন শেষে এবার দেশে ফেরার অপেক্ষা!

ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহজাহান সাজু। স্মৃতিচারণ ও বিদায়ী বক্তব্য দেন দুই বিদায়ী প্রাবসী।
দুই বিদায়ীর দীর্ঘ প্রবাস জীবনের নানা কর্মকাণ্ড তুলে ধরেন অনুষ্ঠানের আহবায়ক ইয়াসিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও আবু রায়হান।

শ্রদ্ধা ও ভালবাসার নিদর্শন স্বরূপ দুজনকেই সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এ জাতীয় আরো সংবাদ

২২ সালে ৪ লাখেরও বেশি অভিবাসীকে বসবাসের সুযোগ দিতে চায় কানাডা

নূর নিউজ

কাতারে ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের ঈদ-আনন্দ ভ্রমণ

আনসারুল হক

কুয়েত প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

আলাউদ্দিন