মানুষের জন্য যে ৭ কাজকে ধ্বংসাত্মক বলেছেন মহানবী সা.

বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়াললা আনহু থেকে বর্ণিত, ‘সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসূল! সেগুলো কী? তিনি বললেন, (১) আল্লাহর সঙ্গে শরিক করা (২) যাদু (৩) আল্লাহ তায়ালা যাকে হত্যা করা হারাম করেছেন, শরীয়তসম্মত কারণ ছাড়া তাকে হত্যা করা (৪) সুদ খাওয়া (৫) এতিমের মাল গ্রাস করা (৬) রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং (৭) সরল স্বভাবওয়ালা সতী-সাধ্বী মুমিনাদের অপবাদ দেওয়া।’ (বুখারি ও মুসলিম)।

হাদীসের শিক্ষা

>> শিরক হারাম হওয়ার ব্যাপারটি এই হাদিসের মাধ্যমে স্পষ্ট বোঝা যায়। এটি সবচেয়ে বড় কবীরা গুনাহ এবং মহাপাপ।

>> জাদু করা হারাম হওয়ার ব্যাপারটি এই হাদিসের মাধ্যমে স্পষ্ট। এটি বিধ্বংসী কবিরাহ গুনাহের অন্যতম এবং ইসলাম ভঙ্গকারী।

>> অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারাম। ন্যায়সঙ্গতভাবে কাউকে হত্যা করা বৈধ। যেমন, কিসাস হিসেবে হত্যা করা, মুরতাদ হওয়া ও বিবাহের পর ব্যভিচার করার কারণে হত্যা করা।

>> সুদ হারাম হওয়া এবং এর পরিণতির ভয়াবহতা।

>> এতিমের সম্পদের ওপর সীমালঙ্ঘন করা হারাম।

>>যুদ্ধের ময়দান থেকে পালিয়ে হারাম।

>> কোনো মুমিন নারীকে অপবাদ দেওয়া হারাম। একইভাবে কাউকে ব্যভিচার,সমকামীতার অপবাদ দেওয়াও হারাম।

এ জাতীয় আরো সংবাদ

ওমরা পালনে সপরিবারে মক্কায় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক

নূর নিউজ

খতমে নবুওয়তের ঢাকা মহানগর ৭নং জোনের কমিটি গঠন

নূর নিউজ

তওবা করবেন যেভাবে

নূর নিউজ