নেছারাবাদ কামিল মাদরাসার কক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদরাসার একটি কক্ষ থেকে মোহাম্মদ মুয়াজ মুনাওয়ার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মাদরাসা ভবনের চারতলায় একটি রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুয়াজ মুনাওয়ার নড়াইলের রঘুনাথপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে এবং বাংলাদেশ মুসলিহীন শিল্পী গোষ্ঠীর সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। মাদ্রাসার অভ্যন্তরীণ কোনো কোন্দলের কারণে এমনটা ঘটেছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

ঝালকাঠি সদর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

কুমিল্লায় বরুড়া জনকল্যাণ সমিতির করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

নূর নিউজ

খুলনায় আবারও এক সপ্তাহের বিধিনিষেধ

আনসারুল হক

হিলি স্থলবন্দরে পচে নষ্ট হচ্ছে ভারতীয় পেঁয়াজ

নূর নিউজ