কুয়েতে কুরআনে হাফেজদের সম্মাননা প্রদান

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে কুয়েত সিটির খাইতান রাজধানী হোটেলে দেশটিতে অবস্থানরত কোরআনে হাফেজদের নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল পাটোয়ারীর সভাপতিত্বে এবং মোহাম্মদ এনামুল হক ও নাসের আবু খালেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আক্তার হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন ইউনুস মাহমুদ, সংগঠনের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক কাউসার সিকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন কুয়েতের বিভিন্ন সংগঠনের নেতারা।

প্রতিযোগিতায় ১০ জন হাফেজ অংশগ্রহণ করেন। বিচারকরা তাদের মধ্য থেকে তিন জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঘোষণা করেন।

পরে বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া ও মঙ্গল কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এ জাতীয় আরো সংবাদ

কুয়েত প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

আলাউদ্দিন

পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির জরুরি সভা

আনসারুল হক

শাহজালাল বিমানবন্দরে চরম হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা

নূর নিউজ