হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর জাতীয় শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে উপমহাদেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র জাতীয় শিক্ষা সেমিনার।

আজ রোববার (৫ মে) সকাল ১০ টা ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কাকরাইলে শুরু হয় এই সেমিনার।

‘বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যত’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করছেন আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ফেকায়েতুল্লাহ আজহারীর সঞ্চালনায় চলমান এই সেমিনারে উপস্থিত আছেন মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমাদ আলী কাসেমী, মুফতি মোবারকুল্লাহ, মাওলানা মাহফুজুল হক, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি জাবের কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আলেম মুফতি মিজানুর রহমান সাঈদ, ড. আফম খালিম হোসেন, মাওলানা মাহদুল হাসান গুনবী, মুফতি রেজাউল করীম আবরার, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক ড. আসিফ মাহতাব উৎস প্রমূখ।

এ জাতীয় আরো সংবাদ

নির্বাচনের সময় ঘোষণার এখতিয়ার প্রধান উপদেষ্টার : আসিফ নজরুল

নূর নিউজ

হজে গিয়ে ৬০ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৫১৯৮১ জন

নূর নিউজ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৮

আনসারুল হক