সপ্তাহের শেষে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়তে পারে

বাসস: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সপ্তাহের শেষে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়তে পারে।
আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
অন্যদিকে পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
শনিবার আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এবং আগামীকাল সুর্যোদয় ভোর ৫টা ১৮ মিনিটে।

এ জাতীয় আরো সংবাদ

কওমি সনদের কার্যকর বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ইসলামী ছাত্রসমাজের মিছিল

আনসারুল হক

আমরা এই সরকারকে বৈধ মনে করি না : চরমোনাই পীর

নূর নিউজ

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নূর নিউজ