গাজার স্কুলে ইসরাইলি হামলায় নিহত ১০০

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শনিবার বলেছে, শহরের একটি স্কুলে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ থেকে ১০০ জনে দাঁড়িয়েছে।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে বলেন, ‘মৃতের সংখ্যা এখন ৯০ থেকে ১ শ’-এর মধ্যে এবং আহত হয়েছে আরো বেশ কয়েকজন। তিনটি ইসরাইলি রকেট ওই স্কুলে আঘাত হানে যেটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল ছিল।’

গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, হামলায় ‘১ শ’ জনেরও বেশি শহিদ’ হয়েছে।
সূত্র : এএফপি

এ জাতীয় আরো সংবাদ

যুদ্ধবিরতির নতুন আহ্বান নিয়ে গাজা সীমান্তে যাচ্ছেন গুতেরেস

নূর নিউজ

জাপানে দুর্গত মানুষ হিমায়িত বৃষ্টির সম্মুখীন, আছে ভূমিধসের শঙ্কাও

নূর নিউজ

এবারের রমজানে নাতিশীতোষ্ণ থাকবে সৌদির আবহওয়া

Sufian Farabee