দক্ষিণ কোরিয়ায় আহমাদুল্লাহ ও আযহারীর ইসলামিক কনফারেন্সে ঢল নেমেছে প্রবাসী বাংলাদেশীদের

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পার্শ্ববর্তী পুচ্ছন সিটির দেজিন ইউনিভার্সিটি স্টেডিয়াম ইসলামিক কনফারেন্স প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয়েছে। কোরিয়া মুসলিম ফেডারেশনের তত্বাবধানে ১৫ সেপ্টেম্বর সংউরি মসজিদ আয়োজন করেছে দ্বিতীয় বর্ষিক ইসলামিক কনফারেন্স।

মসজিদের সভাপতি এম জামান সজলের সভাপতিত্বে জনাকীর্ণ এই কনফারেন্সে বক্তব্য রাখেন জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী। সঞ্চালনা করেন সংউরি মসজিদের ইমাম মুফতী মুহাম্মাদ উমর ফারুক ও সাধারণ সম্পাদক সৈয়দ তমাল।

শায়খ আহমাদুল্লাহ তার বক্তব্যে প্রবাসীদেরকে বাংলাদেশ ও মুসলিমদের সুনাম ধরে রাখার জন্য বিশেষভাবে সজাগ থাকার পরামর্শ দেন এবং প্রবাসে থেকেও কিভাবে নিজের আইডেন্টিটি ধরে রাখা যায় সে বিষয়ে বক্তব্য রাখেন। ড. আযহারী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আচরণ নিয়ে আলোকপাত করেন এবং সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন। শায়খ আহমাদুল্লাহ উপস্থিত দর্শকদের নানা প্রশ্নের উত্তর প্রদান করেন।

কনফারেন্সে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ছয় হাজার প্রবাসী বাংলাদেশী সমবেত হন। মহিলাদের জন্য স্টেডিয়ামের গ্যালারীতে ছিল বসার বিশেষ ব্যবস্থা। স্থানীয় সময় দুপুর তিনটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটায় শেষ হয় দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় জমায়েত। স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম ছাড়াও প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীগন উপস্তিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

করোনার টিকা পাবে ৩ কোটি ৪০ লাখ মানুষ: প্রধানমন্ত্রী

আলাউদ্দিন

যারা স্কুল-কলেজ খুলে দিতে বলে তারা দেশের শত্রু: আমির হোসেন আমু

আলাউদ্দিন

বিদেশে বসেই জাতীয় পরিচয়পত্র পাবেন প্রবাসীরা

নূর নিউজ